Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

খেলাধুলা

৭৬ রানে ফিরলেন লিটন, চূড়ান্ত চাপে টাইগাররা

স্পোর্টস ডেস্ক:
১ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
# ফাইল ফটো

শুরুর চাপ কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলেন টাইগার ব্যাটার লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম।

দুই জনের ৭২ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ।

তবে লিটন মুশফিকের পার্টনারশিপও দীর্ঘ হলো না। লিটন ক্রিস ওকসের শিকার হয়ে ৬৬ বলে ৭৬ রান করে ফিরেছেন সাজঘরে। ফলে চূড়ান্ত চাপে পড়েছে বাংলাদেশ।
সামনে বড় লক্ষ্য। জিততে হলের ৩৬৫ করতে হবে টাইগারদের।

ওপেনার লিটন কুমার দাস

শুরু থেকে এক প্রান্ত আগলে ছিলেন আছেন। মাঝখানে তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ সাজঘরে ফিরেছেন। কেউ লিটনকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। তবে ছয় নম্বরে ব্যাট করতে এসে লিটনের সাথে জুটি গড়ে চাপ সামলে দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন মুশফিক।

১ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

ইউটিউব সাবস্ক্রাইব করুন