হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা এবং এর উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার এলাকা ইতোমধ্যে ‘নীরব এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বিমানবন্দর এলাকায় এই ঘোষণা কার্যকর করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন, আনসার সদস্যসহ অন্যান্য নিরাপত্তা কর্মীরা কাজ করছেন।
এদিকে, পরিবেশ, বন ও জলবায়ু
পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সংলগ্ন এলাকায় ঘোষিত ‘নীরব এলাকা’ কর্মসূচির উদ্বোধন করবেন। এই উপলক্ষে কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের সামনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর পরিবেশ উপদেষ্টা এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তিনি বলেন, হর্ন বন্ধের জন্য বিমানবন্দর সংলগ্ন এলাকায় এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচার চালানো হবে। ১ অক্টোবর থেকে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন এবং ট্রাফিক পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
৯ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪