Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

আইন ও আদালত

ডিজিটাল নিরাপত্তা মামলায় তারেক রহমানকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট:
১৮ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
# ফাইল ফটো



বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জিয়াউর রহমানকে ‘জাতির পিতা’ ঘোষণা দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত।


রবিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ না করে তাকে অব্যাহতি দেওয়ার আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।


গত

২৯ জুলাই রাষ্ট্রপক্ষ মামলাটি পুনরায় তদন্তের আবেদন করেছিল। রবিবার এ বিষয়ে আদেশের দিন ধার্য ছিল। তবে আদালত অভিযোগপত্র আমলে না নিয়ে তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন।


উল্লেখ্য, ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় বাংলাদেশ ছাত্রলীগের নেতা জাহিদুল ইসলাম তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেন। তার অভিযোগ ছিল, বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমান জিয়াউর রহমানকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা’ হিসেবে ঘোষণা দিয়ে জাতির পিতার নামে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন এবং ইতিহাস বিকৃতির চেষ্টা করেছেন।


২০২৩ সালের ২ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক হাসানুজ্জামান আদালতে তারেক রহমানের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন।


মামলায় বলা হয়েছিল, তারেক রহমানের বক্তব্য দেশের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে দেওয়া এবং তা মনগড়া ও মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা।

১৮ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

ইউটিউব সাবস্ক্রাইব করুন