ক্রিশ্চিয়ানো রোনালদো এতদিন ইউরোপিয়ান ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ডটি এককভাবে নিজের করে রেখেছিলেন। কিন্তু গতকাল রোববার রোনালদোর সেই অসাধারণ রেকর্ডে ভাগ বসালেন আরলিং হালান্ড।
রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিরুদ্ধে ম্যাচে মাত্র ৯ মিনিটে গোল করে হালান্ড রোনালদোর দ্রুততম সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেন। এই ম্যাচে আর্সেনালের বিরুদ্ধে ২-২ গোলে
ড্র করেছে ম্যানসিটি।আর্সেনালের বিরুদ্ধে হালান্ডের প্রথম গোলটি ছিল ম্যানচেস্টার সিটির জার্সিতে তার শততম গোল। ম্যানসিটির হয়ে ১০০ গোল করতে হালান্ডকে খেলতে হয়েছে ১০৫ ম্যাচ।
এর আগে ২০১১ সালে স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে ১০০ গোল পূর্ণ করেছিলেন রোনালদো। পর্তুগিজ তারকারও এই মাইলফলক স্পর্শ করতে খেলতে হয়েছিল ১০৫ ম্যাচ।
চলতি বছরেই ম্যানসিটির জার্সিতে ১০০ গোল পূর্ণ করেছিলেন কেভিন ডি ব্রুইনা, যিনি সিটির ১৮তম ফুটবলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন।
১৭ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪