Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

বিশ্ব

ইসরাইলে হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক রিপোর্ট:
১২ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
# ফাইল ফটো




লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধারা ইসরাইলের উত্তরাঞ্চলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে। তারা ইসরাইলি সামরিক বাহিনীর বিমান ঘাঁটি ও অবৈধ ইহুদি বসতিগুলোকে লক্ষ্য করে এই হামলা চালায়।


ইরানি সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে হিজবুল্লাহ অধিকৃত ফিলিস্তিনের দিকে অন্তত ৭৫টি রকেট নিক্ষেপ করেছে। আল-মাসিরাহের রিপোর্টে জানানো হয়েছে, ইসরাইলি

গণমাধ্যম স্বীকার করেছে যে, হিজবুল্লাহর রকেট হামলাগুলো অধিকৃত সাফাদ শহরে আঘাত হেনেছে, যা ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলে অবস্থিত। ইসরাইলি সেনাবাহিনীও স্বীকার করেছে যে, তাদের উপর এই হামলা সাফাদ শহরে আঘাত হেনেছে।


অন্যদিকে, শনিবার জাফার পূর্বাঞ্চলের বিভিন্ন ইহুদি বসতিতে সাইরেন বেজে ওঠে।


এই হামলাগুলো ইসরাইলি সেনাবাহিনীর বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়া এবং লেবাননের পূর্বাঞ্চল বেকায় পরিচালিত হামলার প্রতিক্রিয়া হিসেবে ঘটেছে। ইসরাইলি বাহিনী গত রাতে দাহিয়ায় ৩০টির বেশি বিমান হামলা চালায়।


ইসরাইলি সেনাবাহিনী আরও জানিয়েছে, শনিবার সকালে লেবানন থেকে ইসরাইলের কেন্দ্রের দিকে একটি ভূমি থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে তারা দাবি করেছে যে, ক্ষেপণাস্ত্রটি একটি খোলা স্থানে আঘাত হানে এবং এতে কোনো হতাহত হয়নি। ইসরাইলি সূত্র আরও জানিয়েছে যে, এই ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের কাছাকাছি আঘাত হানে এবং হাইফার নিকটবর্তী এলাকায় অন্তত পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

১২ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

ইউটিউব সাবস্ক্রাইব করুন