ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। প্রায় ৪১ বছর বয়সে এসে ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে বিদায় জানালেন এই টি-টোয়েন্টি কিংবদন্তি।
ডোয়াইন ব্রাভো তার দীর্ঘ ক্যারিয়ারে ৫৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, যেখানে তিনি শিকার করেছেন ৬৩১ উইকেট এবং করেছেন প্রায় ৭,০০০ রান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তার পথচলা শেষ
হতেই ব্রাভো খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন। কুঁচকির চোটের কারণে সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি।গত মঙ্গলবার সিপিএলে ফিল্ডিং করার সময় চোট পান ব্রাভো, যার ফলে তিনি পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যান। তিনি আগেই জানিয়েছিলেন, এই আসর খেলেই সিপিএলকে বিদায় জানাবেন, কিন্তু প্রত্যাশার আগেই তার শেষ ম্যাচ হয়ে যায়। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।
ব্রাভো তার পোস্টে লেখেন, ‘এই খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। আজ সেই খেলাকে বিদায় জানানোর সময়। আমি পাঁচ বছর বয়স থেকেই জানতাম, আমার জীবনের লক্ষ্য কী হবে— ক্রিকেটের জন্যই আমার জন্ম হয়েছে। ক্রিকেট ছাড়া আর কিছুতে আমার আগ্রহ ছিল না এবং পুরো জীবন আমি এই খেলাটার জন্যই নিবেদিত করেছি। বিনিময়ে ক্রিকেট আমাকে এবং আমার পরিবারকে স্বপ্নের জীবন উপহার দিয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে ২১ বছরের ক্যারিয়ার ছিল এক অবিশ্বাস্য যাত্রা, যেখানে অনেক উত্থান-পতন ছিল। কিন্তু আমি সবসময় শতভাগ উজাড় করে দিয়েছি এবং আমি সেই স্বপ্নের জগতে ছিলাম।’
টি-টোয়েন্টি ক্রিকেটে ডোয়াইন ব্রাভো একজন কিংবদন্তি হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি ৫৮২টি ম্যাচে ৬৩১ উইকেট শিকার করেছেন, যা টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ব্যাট হাতে করেছেন ১২৫.৪৪ স্ট্রাইক রেটে ৬,৯৭০ রান। টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট এবং ৫ হাজার রান করা একমাত্র ক্রিকেটার তিনি।
ব্রাভো টি-টোয়েন্টিতে ২৬টি ট্রফি জিতেছেন, যা তার দীর্ঘদিনের সতীর্থ কাইরন পোলার্ডের পর দ্বিতীয় সর্বোচ্চ (২৯টি)। সিপিএলে রেকর্ড ৫টি শিরোপা জেতার পাশাপাশি আইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ, বিগ ব্যাশ, পিএসএল, বিপিএল এবং আরও অনেক টুর্নামেন্টে ট্রফি জিতেছেন ব্রাভো।
খেলোয়াড়ি জীবন শেষে তিনি কোচিংয়ে মনোযোগ দিতে পারেন, যেমনটি তিনি গত কয়েক বছর ধরে আইপিএলে মেন্টর হিসেবে করছিলেন।
১৩ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪