সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর সুরক্ষা ও সংরক্ষণের জন্য নজরদারির সময় এসে গেছে। বেদখল হওয়া প্রত্নস্থলগুলো পুনরুদ্ধার ও সংরক্ষণের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও, লালবাগ কেল্লাকে ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে মুন্সিগঞ্জ
সদরের ইদ্রাকপুর কেল্লা, বাবা আদম মসজিদসহ বিভিন্ন প্রত্ন নিদর্শন পরিদর্শনে গিয়ে এ কথা বলেন ড. আসিফ নজরুল।ড. আসিফ নজরুল বলেন, 'সপ্তাহের অন্য দিনগুলোতে কাজের ব্যস্ততার কারণে দেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থানগুলো ঘুরে দেখার সুযোগ হয় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, শুক্রবারে এসব নিদর্শন পরিদর্শন করবো। সারাদেশে অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা, নারায়ণগঞ্জের কেল্লা এবং লালবাগ কেল্লা সহ অন্যান্য স্থানগুলো সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে কাজ করা হচ্ছে। তবে এগুলো সরাসরি না দেখে সঠিক নীতিমালা প্রণয়ন সম্ভব নয়। এখন নজরদারির সময় এসেছে।'
তিনি আরও বলেন, 'বিভিন্ন অঞ্চলে উদ্ধার করা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সেই স্থানেই সংরক্ষণ করা সম্ভব হয় না। এর মধ্যে অনেক নিদর্শন জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ। যেসব প্রত্নস্থল বেদখল হয়েছে, সেগুলো পুনরুদ্ধারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।'
এসময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৩ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪