Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

লিড নিউজ

লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল

ডেস্ক রিপোর্ট:
৯ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
# ফাইল ফটো




ইসরায়েলি বাহিনী সব আশঙ্কাকে সত্য করে লেবাননে স্থল হামলা শুরু করেছে। মঙ্গলবার ইসরায়েলি বাহিনী ঘোষণা দিয়ে লেবাননের সীমান্ত অতিক্রম করে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আক্রমণ চালায়। ইসরায়েল দাবি করেছে, এই অভিযানটি সীমিত এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে পরিচালিত হচ্ছে।


ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, কয়েক ঘণ্টা আগে তারা দক্ষিণ লেবাননের

সীমান্তবর্তী কিছু গ্রামে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে "সুনির্দিষ্ট এবং সীমিত" স্থল হামলা শুরু করেছে। এই অবকাঠামোগুলো ব্লু লাইনের কাছাকাছি অবস্থিত এবং ইসরায়েলি শহরগুলোর জন্য তাৎক্ষণিক হুমকি হিসেবে দেখা দিয়েছে।


এর আগে, ইসরায়েলের সম্ভাব্য স্থল হামলার ভয়ে লেবাননের সেনারা ইসরায়েল-লেবানন সীমান্ত এলাকা থেকে সরে যায়। বার্তাসংস্থা রয়টার্স জানায়, সোমবার রাতে লেবাননের সেনাবাহিনী ওই এলাকা ছাড়তে শুরু করে।


মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, ইসরায়েলের নিরাপত্তা পরিষদ লেবাননে সীমিত ও স্বল্পমেয়াদী স্থল হামলার অনুমোদন দিয়েছে। তবে ইসরায়েলি সেনাদের উত্তর লেবানন দখলের কোনো পরিকল্পনা নেই বলেও সংবাদমাধ্যমটি জানিয়েছে।

৯ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

ইউটিউব সাবস্ক্রাইব করুন