তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহা বাবার পথেই পা বাড়ালেন।
মাত্র ছয় বছর বয়সে কাজ করেছেন ‘শকুন্তলম’ সিনেমায়। বাবা বড় পর্দায় আরহার
আত্মপ্রকাশ হবে সামান্থা রুথ প্রভুর সঙ্গে।
এত ছোট বয়সেই ‘শকুন্তলম’-এর মতো ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখছে আরহা। আর বড় পর্দায় সামান্থা রুথ প্রভুর সঙ্গে আত্মপ্রকাশ ঘটছে এই ক্ষুদে অভিনেত্রীর।
সোশ্যাল মিডিয়ায় মেয়ের প্রথম সিনেমার
অর্জুন ওই পোস্টে লিখেছেন, অভিনয়ে মেয়েকে এভাবে আত্মপ্রকাশের এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
জানা গেছে, দক্ষিণী পরিচালক গুণশেখরের পৌরাণিক নির্মাণ করেছেন সিনেমা ‘শকুন্তলম’। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু ও দেব মোহন। কালিদাসের কালজয়ী ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমার চিত্রনাট্য।
প্রসঙ্গত, আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘শকুন্তলম’ ছবিটি। মুক্তির আগেই ব্যাপক সমালোচনায় রয়েছে এই ছবি। ভারতের তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি— মোট ৫টি ভাষায় মুক্তি পাবে ছবিটি।
৭ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪