Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

শিল্প-সাহিত্য

মনোফোবিয়া যুদ্ধ জয়ে আখ্যান তানভীর আলাদিনের উপন্যাস ‘মাথিয়ারার মেয়ে’

স্টাফ রিপোর্টারঃ
১৬ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
# ফাইল ফটো

‘মাথিয়ারার মেয়ে’ উপন্যাসটি মনোফোবিয়া যুদ্ধ জয়ে ভালোবাসার এক আখ্যান। অহেতুক ভয় পাওয়া সমস্যার নাম 'মনোফোবিয়া'। এটিকে আমলে না নেয়া এক জটিল সমস্যা। এই সমস্যার কারনে অনেক যোগ্য ও মেধাবী তার গন্তব্যে পৌঁছাতে গিয়ে অনেকটাই পিছিয়ে পড়েন। মনোফোবিয়াকেও জয় করা যায়, যদি সঙ্গী হিসেবে 'নেহা কাজি'র মতো সাহসী কেউ পাশে থাকেন...।


বাসসের সিনিয়র সাংবাদিক তানভীর আলাদিনের নতুন

উপন্যাস ‘মাথিয়ারার মেয়ে’র অন্যতম একটি চরিত্র হচ্ছে নেহা কাজি। তিনি মনোফোবিয়া সমস্যা দূর করার লড়াইয়ে সংশপ্তক এক যোদ্ধা।


নেহা কাজি মনে করেন- মনোফোবিয়া দূর করতে হলে প্রথমে চাই ভালোবাসা বুকে নিয়ে যুদ্ধজয়ের প্রত্যয়ী মানসিকতা। সেইসঙ্গে ভাঙতে হবে সোস্যাল ট্যাবু। সচেতনভাবে এগিয়ে আসতে হবে পরিবার ও সমাজের প্রত্যেক স্তর থেকে।


অমর একুশে গ্রন্থমেলা-২০২৪ এ সাহিত্যদেশ প্রকাশনী  থেকে আসছে ‘মাথিয়ারার মেয়ে’ উপন্যাসটি (স্টল # ৩৪০ ও ৩৪১)। প্রচ্ছদ শিল্পী ফাহাদ হাসান কাজমী। উপন্যাসটির দাম-৩০০/-টাকা। অনলাইনে পাওয়া যাবে- Prothoma.com/ rokomari.com / boiferry.com / bdbooks.net-এ।


উপন্যাসিক তানভীর আলাদিন বলেন, এক কথায় যদি বলি তাহলে বলবো- ‘মাথিয়ারার মেয়ে’ শতভাগ প্রেমের উপন্যাস। তবে গতানুগতিকতা থেকে অনেকটা ব্যাতিক্রম। আমি ঠিক জানি না, আমাদের দেশে 'মাথিয়ারার  মেয়ে'র আগে মনোফোবিয়া সমস্যা নিয়ে কোনো উপন্যাস লেখা হয়েছে কী-না। এই সমস্যাটা সমাজ-সংসারে বিদ্যমান, যা ভালোবাসার পরিচর্যা দিয়ে সারিয়ে তোলা সম্ভব। তিনি স্বপ্ন দেখেন- মনোফেবিয়া জয়ে 'মাথিয়ারার  মেয়ে' নেহা কাজির মতো ভালোবাসার পরিচর্যাকারীর সংক্রমণে আক্রান্ত হবে তাবৎ বিশ্ব।


সাহিত্যদেশ’র প্রকাশনীর সত্বাধিকারী শফিক সাইফুল বলেন- ‘মাথিয়ারার মেয়ে’ একটি অসাধারণ প্রকাশনা হতে যাচ্ছে। নতুনত্ব আর গল্পগুচ্ছে সাজানো এই উপন্যাসটি পড়ে মুগ্ধতার পাশাপাশি পাঠকগণ মনে হয় সংরক্ষণেও রাখতে চাইবেন অনেকদিন।

১৬ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

ইউটিউব সাবস্ক্রাইব করুন