নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের আওতাধীন ৩৫ জন মাঠ কর্মকর্তার বদলি ও পদায়ন করেছে। বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ৩১ জন কর্মকর্তাকে পদায়ন করে বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই কর্মকর্তারা পূর্বে জেলা নির্বাচন কর্মকর্তা,
উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।আরেকটি প্রজ্ঞাপনে, চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। দেশের বিভিন্ন উপজেলায় দায়িত্বরত এসব কর্মকর্তাকে নতুন উপজেলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে বলে জানিয়েছে ইসি।
১২ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪