Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

বিনোদন

নজর কাড়ছেন ঐশ্বরিয়ার কন্যা আরাধ্যা বচ্চন

ডেস্ক রিপোর্ট:
১৬ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
# ফাইল ফটো




বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই বচ্চনের ডিভোর্স নিয়ে গুজব চলছেই। এর মধ্যে তার চেহারা নিয়েও চলছে আলোচনা-সমালোচনা। গত কয়েক বছরে তার ওজন কিছুটা বেড়ে গেছে। বিশেষ করে তার চোয়ালের তীক্ষ্ণতা কমে মুখটি বেশ গোলাকার হয়ে উঠেছে। তবুও তার সৌন্দর্যের আকর্ষণ এতটুকু কমেনি।


এদিকে, গত কয়েক বছর ধরে ঐশ্বরিয়ার সঙ্গে সর্বদা দেখা যাচ্ছে তার মেয়ে আরাধ্যা

বচ্চনকে। আগে তাকে বাবা-মা উভয়ের সঙ্গে বিমানবন্দরে বা অন্যান্য অনুষ্ঠানে দেখা যেত। তবে এখন বেশিরভাগ সময়ই শুধু মায়ের সঙ্গেই দেখা যায় তাকে।


সম্প্রতি বেশ কিছু অনুষ্ঠানে মায়ের সঙ্গে উপস্থিত হয়ে ফটোসাংবাদিকদের নজর কেড়েছেন অভিষেক বচ্চনের কন্যা আরাধ্যা। এবার প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার পাশে পাশে তাকে দেখা যাচ্ছে।


ঐশ্বরিয়া প্যারিস ফ্যাশন উইকে প্রতিদিন ভিন্ন ভিন্ন পোশাকে র‍্যাম্পে হাঁটছেন। কখনো লাল রঙের সিল্কের গাউন, কখনো কালো রঙের লম্বা কোটের রূপালি কাজের ঝলক—প্রত্যেকটি পোশাকেই দারুণ লাগছে তাকে। আর সেই মুহূর্তগুলোতেই মায়ের সঙ্গে ধরা পড়েছে আরাধ্যা।


সাম্প্রতিক ভিডিওতে দেখা গেছে, মেয়েকে বন্ধুর মতো সঙ্গে নিয়ে চলছেন ঐশ্বরিয়া। দুজনেই একসঙ্গে ফ্যাশন উইকের অতিথি হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে মেতে উঠেছেন।


আরাধ্যা এখন মায়ের সঙ্গে রঙ মিলিয়েই পোশাক পরছে। এর আগেও এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মায়ের মতো কালো পোশাকে দেখা গিয়েছিল তাকে, যা তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এবারও মায়ের কালো রঙের ওপর রুপালি এমব্রয়ডারি করা লং কোটের সঙ্গে মিলিয়ে আরাধ্যা পরেছে কালো কোট, তবে তারটিতে রয়েছে সোনালি কাজ।


তবে এসব ছাড়িয়ে মা-মেয়ের সম্পর্কের গভীর বন্ধনই বেশি নজর কেড়েছে নেটিজেনদের। অনেক লম্বা হয়ে গিয়েছেন অমিতাভ বচ্চনের নাতনি, এখন মায়ের কাঁধ ছাড়িয়ে গেছে তার মাথা। শুধু উচ্চতায় নয়, জীবনের অভিজ্ঞতাতেও হয়তো অনেকটাই পরিণত হয়েছে আরাধ্যা, যে কারণে সে ধীরে ধীরে মায়ের বন্ধু হয়ে উঠছে।

১৬ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

ইউটিউব সাবস্ক্রাইব করুন