ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের কিছু ছাত্রের দ্বারা নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হতভাগ্য তোফাজ্জলকে নিয়ে নির্মিত হয়েছে একটি বিশেষ নাটক। নাটকটির নাম ‘তোফাজ্জলের শেষ ভাত’। পরিচালনা করেছেন খলিলুর রহমান কচি। এই হৃদয়বিদারক ঘটনায় কেঁদেছে বিশ্ব, মানুষ দেখেছে নির্মমতা।
নাটকটির শুটিং ইতোমধ্যে আফতাবনগরের বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে চলছে
সম্পাদনার কাজ। তোফাজ্জলের চরিত্রে অভিনয় করেছেন ‘হা-শো’ খ্যাত অভিনেতা ইমরান।ইমরান বলেন, “ঘটনাটি জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। একজন নিরপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কিভাবে কিছু ছাত্ররূপী অমানুষ তাকে হত্যা করতে পারে, সেটা মেনে নিতে পারিনি। তাই মনে হয়েছে, পেশাগত দিক থেকে তোফাজ্জলের জন্য কিছু করা উচিত, এবং সেই উদ্দেশ্যে এই নাটকটি করেছি।”
জানা গেছে, নাটকটি শিগগিরই ইমরানের ইউটিউব চ্যানেল ‘হা-শো’তে মুক্তি পাবে। উল্লেখ্য, তোফাজ্জল হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
১৪ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪