Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

খেলাধুলা

সেজেসনিকে এক বছরের চুক্তিতে দলে ভেড়ালো বার্সেলোনা

ডেস্ক রিপোর্ট:
১৩ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
# ফাইল ফটো



টের স্টেগেনের ইনজুরির পর বার্সেলোনার পরবর্তী গোলরক্ষক কে হবেন তা নিয়ে ফুটবল বিশ্বে অনেক আলোচনা এবং বিতর্ক চলছে। সাবেক বার্সা গোলরক্ষক ক্লাউদিও ব্রাভো এবং সাবেক রিয়াল মাদ্রিদ তারকা কেইলর নাভাসও বার্সেলোনার গোলবারের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে বেশি বয়সের কারণে এই দুইজনের ওপর আস্থা রাখেনি বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকের দল।


তবে সবশেষ তালিকায় এসেছে

পোল্যান্ডের তারকা গোলরক্ষক ভোইচেখ শেজেসনির নাম। গত মৌসুমে ফুটবল থেকে অবসর নিয়েছিলেন তিনি, সর্বশেষ খেলেছিলেন ইতালির ক্লাব জুভেন্টাসের হয়ে। এছাড়া ২০২২ কাতার বিশ্বকাপে পোল্যান্ডের হয়ে গোলবার সামলান শেজেসনি। ৩৪ বছর বয়সী এই গোলরক্ষকের ওপর আস্থা রেখেছে বার্সেলোনা। স্প্যানিশ গণমাধ্যমগুলো জানাচ্ছে, শেজেসনির সঙ্গে এক বছরের ফ্রি ট্রান্সফার চুক্তি করেছে কাতালান ক্লাবটি।


তবে জুভেন্টাসকে ২ মিলিয়ন ইউরো দিতে হবে বার্সাকে, কারণ জুভেন্টাসের সঙ্গে চুক্তির মধ্যেই অবসর নিয়েছিলেন শেজেসনি। সম্প্রতি মেডিক্যাল টেস্টের জন্য তিনি স্পেনে এসেছেন। চ্যাম্পিয়নস লিগে সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজের বিপক্ষে আগামী মঙ্গলবার বার্সার হয়ে মাঠে নামতে পারেন শেজেসনি।


বার্সায় যোগ দেওয়ার বিষয়ে শেজেসনি বলেন, "আমি বার্সেলোনার ইতিহাসকে অনেক সম্মান করি। এটি বিশ্বের অন্যতম সেরা ক্লাব। মার্ক-আন্দ্রে টের স্টেগেনের ইনজুরির পরে যে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, তা আমি বুঝতে পারি। এই প্রস্তাব গ্রহণ না করা আমার জন্য অসম্মানজনক হতো।"

১৩ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

ইউটিউব সাবস্ক্রাইব করুন