Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

রাজনীতি

শেখ হাসিনার দেশ ছাড়ার দৃশ্য দেখে সেদিন যা বলেছিলেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট:
২১ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
# ফাইল ফটো




গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের চাপে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, যার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যান। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টেলিভিশনে এই ঘটনাগুলো দেখছিলেন। শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য দেখে খালেদা জিয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।


বুধবার (১৮ সেপ্টেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত

চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানান।


তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন খালেদা জিয়া হাসপাতালে ছিলেন এবং টেলিভিশনে সবকিছু প্রত্যক্ষ করছিলেন। শেখ হাসিনার দেশত্যাগের মুহূর্ত দেখে তিনি বলেছিলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া, এই দিনটা দেখার খুব প্রয়োজন ছিল।’ এছাড়াও, তিনি নেতা-কর্মীদের সতর্ক করে বলেন যেন কেউ আইন নিজের হাতে তুলে না নেয় এবং প্রতিহিংসাপরায়ণ না হয়।


আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য বিএনপির সকল সামর্থ্য দিয়ে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। ডা. জাহিদ হোসেন আরও বলেন, ম্যাডাম খালেদা জিয়া মহাসচিবসহ সিনিয়র নেতাদের আহতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে বলেন।


এদিকে, খালেদা জিয়া ৭ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার সন্ধ্যায় বাসায় ফেরেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে বাসায় নেওয়া হয়। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনির জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

২১ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

ইউটিউব সাবস্ক্রাইব করুন