Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

লিড নিউজ

শেখ হাসিনাসহ ৭১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

ডেস্ক রিপোর্ট:
১৮ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
# ফাইল ফটো




বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরার আজমপুরে পুলিশের গুলিতে ডা. সজীব নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।


রোববার (২২ সেপ্টেম্বর) ডা. সজীবের বাবা হালিম সরকার ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করেন।


অভিযোগ দাখিলের পর হালিম সরকার সাংবাদিকদের জানান, "আমার ছেলে

গাজীপুরের তাহেরুন্নেছা মেডিকেল কলেজ থেকে ২০২০ সালে এমবিবিএস পাস করেছে। আমার নিরপরাধ ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি জানি, এ ট্রাইব্যুনালে সঠিক বিচার হবে। এজন্য আমি ন্যায়বিচারের আবেদন করেছি। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।"


গত ১৮ জুলাই বিকেলে রাজধানীর উত্তরার আজমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা ডা. সজীবকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

১৮ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

ইউটিউব সাবস্ক্রাইব করুন