Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

লিড নিউজ

সেপ্টেম্বরে প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১.৬৩ বিলিয়ন ডলার

ডেস্ক রিপোর্ট:
১৭ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
# ফাইল ফটো




চলতি মাসের প্রথম ২১ দিনে বৈধ পথে প্রবাসী বাংলাদেশিরা ১৬৩ কোটি ৪২ লাখ (১ দশমিক ৬৩ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১৯ হাজার ৬১১ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসেবে)।


২০২৩ সালের সেপ্টেম্বরে প্রবাসীরা ১.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। অর্থাৎ, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর ৩০০ মিলিয়ন ডলার বেশি রেমিট্যান্স

এসেছে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে দৈনিক গড়ে ৭৭.৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে মোট রেমিট্যান্স ২.৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনেয়ারা শিখা বলেন, জুলাই থেকে রেমিট্যান্স প্রবাহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। প্রবাসীরা উল্লেখযোগ্য পরিমাণে রেমিট্যান্স পাঠাচ্ছেন, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে এবং রিজার্ভ হ্রাসের প্রবণতা থামিয়েছে।


২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা মোট ২৩.৯২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। ২০২০-২১ অর্থবছরে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল, যার পরিমাণ ছিল ২৪.৭৭ বিলিয়ন ডলার।

১৭ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

ইউটিউব সাবস্ক্রাইব করুন