Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

বিনোদন

সেরা অভিনেতার পুরস্কার শাহরুখের, সেরা অভিনেত্রী রানি মুখার্জি

ডেস্ক রিপোর্ট:
১০ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
# ফাইল ফটো




সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ঝলমলে অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে বলিউড তারকাদের জমকালো আসর, আইফা অ্যাওয়ার্ড ২০২৪। বলিউডের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার আসরে সেরা অভিনেতার খেতাব জিতেছেন কিংবদন্তি শাহরুখ খান, এবং সেরা অভিনেত্রীর খেতাব জিতেছেন রানি মুখার্জি।


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার

পুরস্কার পেয়েছেন শাহরুখ খান। অন্যদিকে, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন রানি মুখার্জি।


এ বছরের আইফা অ্যাওয়ার্ডসে বিশেষ সম্মাননা পেয়েছেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। তাকে এবং প্রযোজক-পরিবেশক জয়ন্তীলাল গাদাকে ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়।


অনুষ্ঠানে পারফরম্যান্সে মাতিয়েছেন কৃতি স্যানন, নোরা ফাতেহি ও শাহিদ কাপুর। তবে মঞ্চে সবাইকে ছাপিয়ে গেছেন কিংবদন্তি রেখা। তার দুর্দান্ত পরিবেশনা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছে।


পুরস্কারের তালিকা এক নজরে:


সেরা সিনেমা: অ্যানিমেল

সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান)

সেরা অভিনেত্রী: রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)

সেরা পরিচালক: বিধুবিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

সেরা সহ-অভিনেতা: অনিল কাপুর (অ্যানিমেল)

সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা খলনায়ক: ববি দেওল (অ্যানিমেল)

সেরা গল্প: রকি অউর রানি কি প্রেম কাহানি

সেরা অ্যাডাপ্টেড গল্প: টুয়েলভথ ফেল

সেরা সংগীত পরিচালক: অ্যানিমেল

সেরা পুরুষ সংগীতশিল্পী: ভূপিন্দর বাব্বাল (অর্জন ভেল্লি, অ্যানিমেল)

সেরা মহিলা সংগীতশিল্পী: শিল্পা রাও (ছলেয়া, জওয়ান)

সেরা গীতিকার: সিদ্ধার্থ-গরিমা (সতরঙ্গা, অ্যানিমেল)।

১০ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

ইউটিউব সাবস্ক্রাইব করুন