Daily Bangladesh Mirror

ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১

রাজনীতি

শিক্ষারমান বাড়ানোসহ শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি জিএম কাদেরের

ডেস্ক রিপোর্ট:
৩ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
# ফাইল ফটো

আগামীতে শিক্ষারমান বাড়ানোসহ শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড বন্ধে সরকারের প্রতি দাবি তোলা হবে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, 'রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও প্রশাসনের ছত্রছায়ায় সরকার দলীয় ছাত্র নেতারা বিশ্ববিদ্যালয়গুলোতে নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।'


শনিবার দুপুরে রংপুরের সেহেবগঞ্জ

স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, 'দেশের শিক্ষাখাতে আবকাঠামোগত যথেষ্ট উন্নয়ন হলেও শিক্ষারমান বাড়ছে না। আন্তর্জাতিক মানদণ্ডে দেশের শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে আছে।'


এ সময় জিএম কাদের আরও বলেন, 'আমাদের শিক্ষার্থীরা স্কুল-কলেজে পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করছে ঠিকই, কিন্তু যাচাই-বাছাই করলে সার্টিফিকেটের সঙ্গে সেই জ্ঞানের মিল পাওয়া যায় না। আবার ডিগ্রি অর্জন করলেও তারা সঠিকভাবে মানুষ হয়ে উঠছে না।'

৩ দিন আগে বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

ইউটিউব সাবস্ক্রাইব করুন